আত্মকথা

গর্ব (অক্টোবর ২০১১)

ঝরা
  • ৪৬
  • 0
  • ৮৬
গর্ব করিনাকো আপনাকে নিয়ে কভু,
গর্বের কিছু নাইকো আমার।
আমার যা কিছু আছে সবই যে প্রভূ
তোমার অপার কৃপায় দান।


আজকে আমি যা কিছু, আমার
আমার করে আছড়াই মাথা।
স্বামী সন্তান বন্ধু মাতাপিতা
এমনকি আমি নিজেও নই আমার।


নিজেরে লয়ে গর্ব করেছি কত
নিজের সৌন্দর্যে গর্বে ফুলিয়েছি বুক।
নিজের কৃতিত্বে লাফিয়ে উঠেছি শত
তাই ভেবে হেসে কুটি কুটি হই এখন।
এই আমার প্রতিটি গ্রন্থি শিরা উপশিরা
অতি যতনে যিনি করিয়াছেন সৃজণ।
এই সবকিছু শুধু তাঁরই দান,তিনি
দিয়াছেন বলেই আমাতে আমি বলিয়ান।


তিনি যদি চান করিতে পারেন আমায় অক্ষম
আবার,অনেক উপরে উঠাতে শুধু তিনিই সক্ষম।
গাহি শুধু তাঁর গুনগান,তিনিই চিরকল্যানকর সর্বশক্তিমান
পৃথিবী লয়ে মাতিয়া উঠি ভুলিয়া তাঁহার সকল দান।

কতেক মানুষেরে মহান ভাবিয়া প্রভূ
নিজেরে কত ক্ষুদ্র করেছি বারেবার।
কতেক মানুষের কাছে হইতে বড়
নিজেরে করিয়াছি শাষন বহুবার।
পরিশেষে কিছু পাইনি খুঁজিয়া,মিথ্যে
মিথ্যে সব, রঙ্গ মাখা এই দুনিয়া।


তুমি হয়ত হাসিছ দেখিয়া,ভাবিছ সৃষ্টি তোমার
করিতেছে কি এসব দুনিয়াদারি লইয়া।হয়ত কখনও
কারও গর্ব দেখিয়া, বলছ কত অবুঝ আমার বান্দা।
যাহা লইয়া সে গর্ব করিতেছে কিছুই তাহার নয়
আমারে ভুলিয়া আমারই দান লইয়া গর্বিত হয়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
অজয় অনেক সুন্দর লিখেছেন
ওবাইদুল হক really 100% ture poem . all the god is garet .
হেলেন কবিতার থিম সুন্দর ভালো হয়েছে ।
Azaha Sultan ঝরা, অনেক সুন্দর আপনার লেখনী...অনেক সত্যতা উঠে এসে আপনার কবিতায়......ভাল লাগল--
জুয়েল দেব আসলে আমাদের সব গর্বের বস্তুগুলো তো আমাদের নিজেদের নয়। সব উপরওয়ালার কাছ থেকেই পাওয়া। এই সহজ কথাটাই আমরা বুঝতে চাই না বলে, আমরা নির্বোধের মত আচরণ করি সবসময়। আপনার কবিতার অন্তর্নিহিত কথাটি খুব সুন্দর।
মনির মুকুল শুদ্ধ অনুভূতির সুন্দর প্রকাশ। ঠিকই বলেছেন, আমরা আসলে ‘আমার’ বলে যা দাবী করি প্রকৃত পক্ষে সেগুলোর মালিক আমরা হতে পারিরি। সুন্দর ভাবনার জন্য শুভকামনা রইল।
এস, এম, ফজলুল হাসান খুব ভালো লাগলো আপনার কবিতার সারমর্ম , সৃষ্টিকর্তার সৃষ্টির প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত | ধন্যবাদ |
তানি হক আসাধারন একটি কবিতা আপু..একবার নয় বারবার যেন পড়তে পারি তাই প্রিয়তে নিলাম..ভালোথাকবেন..ধন্যবাদ
মুহাম্মাদ মিজানুর রহমান খুব সুন্দর থিম......কিন্তু লেখাটা আরেকটু গোছালো হতে পারত.....ভালো হয়েছে....
প্রজাপতি মন তিনি যদি চান করিতে পারেন আমায় অক্ষম আবার,অনেক উপরে উঠাতে শুধু তিনিই সক্ষম। গাহি শুধু তাঁর গুনগান,তিনিই চিরকল্যানকর সর্বশক্তিমান পৃথিবী লয়ে মাতিয়া উঠি ভুলিয়া তাঁহার সকল দান। আপু অনেক অনেক ভালো লাগা আপনার কবিতার জন্য। মিছেই আমরা গর্ব করি এই দুনিয়ায়। কবিতাটি প্রিয়তে রেখে দিলাম। মনটা ভরে গেল কবিতা পড়ে।

২৮ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪